হাতির দাঁতের চোরা কারবার আটকানোর চেষ্টায় একটা বড় সাফল্য পেলেন ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্সের আধিকারিকরা। জলপাইগুড়ি স্টেশনে কামরূপ এক্সপ্রেস এসে দাঁড়াতেই একটি কামরায় হানা দেন তাঁরা। এক মহিলা ও এক পুরুষের সঙ্গে থাকা ব্যাগ থেকে উদ্ধার হয় ৬টি বড়বড় হাতির দাঁত। যার ওজন সাড়ে ১০ কেজি।
ধৃতরা হাতির দাঁত নিয়ে অসম থেকে হাওড়া আসছিল। সেখান থেকে হাতির দাঁতগুলি বাংলাদেশ হয়ে উত্তরপূর্বের কোনও দেশে পাচার করার পরিকল্পনা ছিল চোরাচালানকারীদের। গোটা ঘটনার পিছনে আর কারা জড়িত তা জানতে ধৃতদের জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)