
একে বোঝাই করা দেশলাই। আর তারমধ্যেই আগুন। ফলে আগুনের লেলিহান শিখার ভয়ংকর চেহারা নিতে বিশেষ সময় লাগেনি। সব শেষ করে তবেই থেমেছে সে। ঘটনাটি ঘটেছে ২ নম্বর জাতীয় সড়কে পানাগড়ের কাছে। কলকাতা থেকে দুর্গাপুরগামী একটি দেশলাই বোঝাই লরিতে কোনও কারণে আগুন লেগে যায়। দেশলাই থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। মাঝরাস্তায় দাঁড়িয়ে দাউদাউ করে জ্বলতে থাকে লরিটি। দ্রুত ঘটনাস্থলে হাজির হয় দমকলের ২টি ইঞ্জিন। এরপর বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন আয়ত্তে এলেও ততক্ষণে পুড়ে ছাই একটা আস্ত লরি। ঘটনার জেরে প্রায় আড়াই ঘণ্টা এই রাস্তায় যান চলাচল স্তব্ধ হয়ে যায়। সৃষ্টি হয় যানজট।