
হিমঘরে বেনামে প্রচুর পরিমাণে আলু মজুত রয়েছে। অথচ বাজারে আলুর দাম একটানা ২২ থেকে ২৪ টাকা কেজির মধ্যে ঘোরা ফেরা করছে। আলু কম থাকলে কথা ছিল। কিন্তু এদিন স্বয়ং কৃষি বিপণন মন্ত্রী তপন দাশগুপ্ত নিজে হিমঘরে গিয়ে অসন্তুষ্ট। এদিন হুগলির কয়েকটি হিমঘরে গিয়ে সেখানে আলুর মজুত ঘুরে দেখেন তিনি। দেখা যায় হিমঘরগুলিতে বেনামে অতিরিক্ত পরিমাণ আলু মজুত করা রয়েছে। এভাবে আলু মজুতের জন্য মধ্যসত্বভোগী বা ফড়েদের দিকেই আঙুল উঠেছে। হিমঘরে আলুর বিশাল ভাণ্ডার মজুত রেখে বাজারে দাম আকাশছোঁয়া করার জন্য এদিন কার্যতই অসন্তুষ্ট ছিলেন মন্ত্রী।। পুজোর আগে আলুর দাম আরও বাড়ানোর লক্ষ্যেই এভাবে আলু মজুত রাখা হচ্ছে বলে সংশ্লিষ্ট মহলের ধারণা। মন্ত্রী এদিন সাফ নির্দেশ দিয়েছেন অতিরিক্ত আলু অবিলম্বে বাজারে ছাড়তে হবে। নির্দেশ কার্যকর না হলে আগামী দিনে এসব আলু সরকার বাজেয়াপ্ত করবে বলেও বার্তা দিয়েছেন তিনি। এমনকি আগামী দিনে যাতে বেনামে আলু মজুতের কারবার না চলে সেজন্য আলু হিমঘরে মজুত রাখতে গেলে যিনি রাখবেন তাঁকে উপযুক্ত পরিচয়পত্র সরকারের ঘরে জমা রাখতে হবে বলেও জানান মন্ত্রী।