দার্জিলিং বিখ্যাত তার চায়ের জন্য। সেই দার্জিলিংয়েই এবার কফি চাষের উদ্যোগ নিচ্ছে রাজ্য সরকার। বেশ কিছু স্বনির্ভর গোষ্ঠী দার্জিলিং ও ডুয়ার্সে কফি চাষের চেষ্টা শুরু করে। তাতে সফলও হয়। তাদের সাফল্যে অনুপ্রাণিত হয়েই এবার বড় আকারে দার্জিলিং ও ডুয়ার্সে কফি চাষের প্রচেষ্টা শুরু করল রাজ্য। সংবাদ সংস্থাকে মঙ্গলবার এমনই জানালেন রাজ্যের ক্রেতা সুরক্ষা ও স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি মন্ত্রী সাধন পাণ্ডে।
সাধনবাবু জানিয়েছেন, প্রাথমিকভাবে যা দেখা গেছে তাতে তা যথেষ্ট উৎসাহব্যঞ্জক। কীভাবে দার্জিলিং ও ডুয়ার্সে বৃহৎ আকারে কফি চাষ শুরু করা যায় সে বিষয়ে আধিকারিকরা কফি বোর্ড অফ ইন্ডিয়ার সঙ্গে কথা বার্তা শুরু করেছেন।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)