সকাল তখন সাড়ে ৭টা। সাইকেলে চেপে বাজার করতে যাচ্ছিলেন প্রায় ৬০ বছর বয়সী শ্যামল দাস নামে এক ব্যক্তি। হুগলির শেওড়াফুলির বাসিন্দা শ্যামলবাবু জিটি রোডের ওপর দিয়ে যাওয়ার সময় আচমকাই একটি লরি দ্রুত গতিতে এসে তাঁকে ধাক্কা মারে। সাইকেল থেকে পড়ে যান শ্যামল দাস। আর ঠিক তখনই তাঁর ওপর দিয়ে লরির চাকা চলে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।
সকালে জনবহুল এলাকায় এমন ভয়ংকর দৃশ্য দেখে শিউরে ওঠেন অনেকে। স্থানীয় মানুষজন ক্ষোভেও ফেটে পড়েন। প্রতিবাদে পথ অবরোধ শুরু করেন তাঁরা। ফলে ব্যস্ত সময়ে জিটি রোড অবরুদ্ধ হয়ে পড়ে। দীর্ঘক্ষণ ধরে অবরোধ চলে। ১ ঘণ্টার ওপর অবরোধ চলার পর অবশেষে পুলিশি হস্তক্ষেপে অবরোধ ওঠে।
লরির চালক ঘটনার পর থেকেই বেপাত্তা। দুর্ঘটনার পরই লরি ফেলে পালায় সে। তার খোঁজ চালাচ্ছে পুলিশ। ঘটনা ঘিরে স্থানীয় মানুষের মধ্যে প্রবল ক্ষোভ রয়েছে।