
পাহাড়ে বিভাজনের রাজনীতি করছে রাজ্য সরকার। জিটিএ নির্বাচনের আগে ক্রমশ কোণঠাসা হতে থাকা মোর্চা সুপ্রিমো বিমল গুরুং এদিন এভাবেই প্রকাশ্যে রাজ্য সরকারের বিরুদ্ধে মুখ খুললেন। তাও আবার খোদ রাষ্ট্রপতির অনুষ্ঠানে অংশ নিয়ে। রাষ্ট্রপতি যে অনুষ্ঠানে উপস্থিত, সেখানে এ ধরণের মন্তব্য সম্ভব কিনা তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠে গেছে। বিমল গুরুংয়ের প্রবল আপত্তি থাকা সত্ত্বেও গত বুধবার পাহাড়ের ৩টি জনজাতির জন্য ৩টি উন্নয়ন বোর্ড গঠন করেছেন মুখ্যমন্ত্রী। এ নিয়ে ক্ষোভে ফুঁসছিলেন মোর্চা সুপ্রিমো। সেই ক্ষোভেই এদিন রাজ্য সরকারের বিরুদ্ধে প্রকাশ্যে তিনি মুখ খুললেন বলে মনে করছে রাজনৈতিক মহল।