গত বৃহস্পতিবার সন্ধেয় বীরভূমের লাভপুরের এক বিজেপি নেতার মেয়েকে বাড়ি থেকে অপহরণ করে দুষ্কৃতিরা। ৩ দুষ্কৃতি মুখে কাপড় বাঁধা অবস্থায় এসে তুলে নিয়ে যায় পেশায় শিক্ষিকা ওই মহিলাকে। তারপর থেকে ওই মহিলার কোনও খোঁজ নেই। পুলিশও কিনারা করতে পারছেনা এই রহস্যের। এদিকে যত সময় যাচ্ছে ততই ক্ষোভের আগুন বাড়ছে লাভপুরে।
বৃহস্পতিবার সন্ধের পর শুক্রবার সকালেও ওই মহিলাকে না পাওয়া যাওয়ায় এলাকার মানুষের ক্ষোভ আছড়ে পড়ে। রাস্তা অবরোধ করা হয়। রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ চলতে থাকে। লাভপুর সহ আশপাশের এলাকায় বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বহু স্থানীয় বাসিন্দা এই বিক্ষোভে যোগ দেন। শুক্রবার সন্ধেয় পুলিশের ওপরও চড়াও হন স্থানীয়রা। পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়। থানায় বিক্ষোভ প্রদর্শনও হয়।
কিন্তু শনিবার দুপুর পর্যন্তও ওই মহিলার খোঁজ দিতে পারেনি পুলিশ। ফলে বিক্ষোভ অব্যাহত। বেশ কিছু এলাকায় পুলিশি টহল শুরু হয়েছে। বিশাল পুলিশবাহিনী হাজির হয়েছে এলাকায়। তবে মানুষের ক্ষোভ থামছে না। লাভপুর-কাটোয়া রাজ্য সড়ক দীর্ঘক্ষণ অবরোধ করে রাখেন স্থানীয়রা। এখনও কেন ওই মহিলার খোঁজ দিতে পারছে না পুলিশ, এই প্রশ্ন তুলে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন তাঁরা। পুলিশ ওই মহিলার খোঁজ চালাচ্ছে।