খেজুর ও তালের রস সংগ্রহ করে তা থেকে গুড় তৈরি করা ছিল তাঁদের কাজ। এই কাজ করতেই পুরুলিয়ার কাশীপুর এলাকার বাসিন্দা এক পরিবার এসেছিল পুরুলিয়ার পারা এলাকার মহাদেবপুরে। সেখানে ফাঁকা জায়গায় তালপাতার ছাউনি দেওয়া অস্থায়ী ঘরে থেকে রস সংগ্রহ করার কাজ করছিলেন তাঁরা। বৃহস্পতিবার রাতে সেই অস্থায়ী পাতার ঘরেই আগুন লাগে। আগুনে ঝলসে যান ঘরের মধ্যে থাকা ৭ জন।
আগুন এতটাই ভয়ংকরভাবে ছড়ায় যে কেউ বার হয়ে আসার সুযোগটুকুও পাননি। ভিতরেই ঝলসে মৃত্যু হয় তাঁদের। খোলা মাঠের মধ্যে পাতার ঘরটি হওয়ায় স্থানীয়রা কেউ টেরও পাননি। পরে তাঁরা আগুনের লেলিহান শিখা দেখে ছুটে আসেন।
পুলিশ ওই পোড়া ঘর থেকে ৭টি দেহ উদ্ধার করে হাসপাতালে পাঠায়। সেখানেই তাঁদের মৃত বলে ঘোষণা করা হয়। কীভাবে আগুন লাগল তা পরিস্কার নয়। তবে পুলিশের প্রাথমিক অনুমান রান্না করতে গিয়ে আগুন ছড়িয়ে থাকতে পারে। আবার ঘরের মধ্যে আলো করতে লম্ফ বা লন্ঠন থেকেও আগুন ছড়িয়ে থাকতে পারে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।