সকালে সকলের চোখের সামনে এক তৃণমূল যুব নেতাকে গুলি করে হত্যা করে পালাল দুষ্কৃতিরা। বাইকে করে আসা দুষ্কৃতিরা খুব কাছ থেকে তাকে গুলি করে। হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। সোমবার সকাল ১০টা নাগাদ ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের বহরমপুরে। মৃত যুবকের নাম নাজিমুল শেখ। ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
পুলিশ জানাচ্ছে, মৃত নাজিমুল শেখের বিরুদ্ধেও বেশ কিছু মামলা চলছে। অপরাধ জগতের সঙ্গে তারও যোগ ছিল। কয়েক মাস আগে জেলেও ছিল সে। সোমবার বহরমপুরে নিজের বাড়ির কাছেই ছিল নাজিমুল। সেই সময় বাইকে করে কয়েকজন দুষ্কৃতি সেখানে হাজির হয়। তারপর খুব কাছ থেকে গুলি চালিয়ে চম্পট দেয়। রক্তাক্ত অবস্থায় নাজিমুল শেখকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
কিছুদিন আগেই সরস্বতী পুজোর সময় নদিয়ার তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাসকে ওয়ান শটার দিয়ে গুলি করে ভরা অনুষ্ঠানের মধ্যে থেকে চম্পট দেয় আততায়ী। সত্যজিৎবাবুর মৃত্যু হয়। তারপর ফের এদিন তৃণমূলের এক যুব নেতা খুন। লোকসভা ভোট যত এগোচ্ছে ততই এমন খবর সামনে আসছে। যা অবশ্যই চিন্তার। পুলিশ নাজিমুল শেখের খুনের তদন্ত শুরু করেছে।