
ফের বিস্ফোরণের কবলে বীরভূম। বীরভূমের লাভপুরে রবিবার একটি বাড়িতে ভয়ংকর বিস্ফোরণ হয়। বিস্ফোরণের পর আগুন ধরে যায় বাড়িটিতে। বাড়িটির লাগোয়া একটি খড়ের চালের ঘরও পুড়ে ছাই হয়ে গেছে। বিস্ফোরণের জেরে গোটা এলাকা আতঙ্কিত হয়ে পড়ে। ছুটে আসেন অনেকেই। চারদিকে তখন ধোঁয়া আর পোড়া গন্ধ। দ্রুত খবর যায় পুলিশের কাছে।
স্থানীয়দের দাবি, ওই বাড়িটিতে প্রচুর পরিমাণে বারুদ মজুত ছিল। যা দিয়ে চলছিল বাজি তৈরি। বেআইনিভাবেই এই বাজি তৈরি হত বলে দাবি স্থানীয়দের একাংশের। কিন্তু বিস্ফোরণ কিসের? প্রাথমিক খবর, বাড়িটির মধ্যে থাকা একটি গ্যাস সিলিন্ডার ফেটেই বিস্ফোরণ হয়। তারপর বিস্ফোরণের জেরে আগুন বারুদের সংস্পর্শে এসে বাড়ি জ্বালিয়ে দেয়।
ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। কীভাবে আগুন লাগল। বারুদ মজুত ছিল কিনা। থাকলেও তা কেন জমা করা হয়েছিল। তা বাজি তৈরি করতে নাকি এর পিছনে অন্য উদ্দেশ্য ছিল। সবই খতিয়ে দেখছে পুলিশ।