মঙ্গলবার ভোর তখন ৬টা হবে। উত্তর ২৪ পরগনার অশোকনগর এলাকায় জিরাট রোডের ওপর একটি গ্যাস সিলিন্ডার বোঝাই লরি ধাক্কা মারে একটি বাইকে। বাইক আরোহীর ঘটনাস্থলেই মৃত্যু হয়। এই দুর্ঘটনার পরই এলাকা অশান্ত হয়ে ওঠে। স্থানীয় বাসিন্দারা জিরাট রোড অবরোধ করেন। ভোর থেকেই অবরোধ চলতে থাকে। ব্যস্ত রাস্তায় গাড়ির লাইন পড়ে যায়।
অবরোধ তুলতে এলে পুলিশের সঙ্গে বচসা বাধে অবরোধকারীদের। এই দুর্ঘটনার জন্য পুলিশের দিকে আঙুল তুলতে শুরু করেন স্থানীয়রা। পুলিশ লরির কাছে টাকা চাওয়ায় এই দুর্ঘটনা বলে দাবি করেন তাঁরা। ক্রমশ পরিস্থিতি ঘোরাল হতে শুরু করে। অবরোধকারীরা অবরোধ তোলা দূরে থাক, পাল্টা পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি শুরু করেন। একটি সরকারি বাসে ভাঙচুর করা হয়। পুলিশের ২টি গাড়িও অবরোধকারীদের রোষের মুখে পড়ে। চারপাশে দোকানপাট বন্ধ হয়ে যায়।
এই অবস্থা চলে প্রায় দুপুর ১টা পর্যন্ত। অবরোধকারীদের হঠাতে পুলিশ লাঠিচার্জ শুরু করে। হাজির হয় ব়্যাফ। ব়্যাফও মারমুখী হয়ে অবরোধকারীদের ছত্রভঙ্গ করে দেয়। পরে অবরোধ উঠলে দুপুরের পর অবস্থা স্বাভাবিক হয়। যান চলাচল শুরু হয় ওই রাস্তায়।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)