গোপন খবর ছিল তাঁদের কাছে। সেইমত হানা দেন সিআইডি আধিকারিকরা। হানা দিতেই তাঁরা হতবাক। ১৯৫ কেজি গাঁজা মজুত করা রয়েছে গ্রামের একটা বাড়িতে। শুধু কী গাঁজা, সেইসঙ্গে রয়েছে ৫ হাজার ৪০০টি কাফ সিরাপের বোতল। কাফ সিরাপ অর্থাৎ কাশির ওষুধ। যা নেশার উপাদান হিসাবেও পরিচিত। এই বিশাল পরিমাণ গাঁজা ও কাফ সিরাপ উদ্ধার সিআইডির জন্য একটা বড় সাফল্য।
শনিবার সকালে গোপনে খবর পেয়ে নদিয়ার হোগোলবেরিয়ার কুচাইডাঙা গ্রামে আচমকা হানা দেন সিআইডি আধিকারিকরা। তারপরই গাঁজা ও কাফ সিরাপ উদ্ধার করেন তাঁরা। ২ কুখ্যাত মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে সিআইডি। তারাই এই গাঁজা ও কাফ সিরাপ পাচারের ছক কষেছিল।
ধৃত ২ মাদক পাচারকারীর নাম গণেশ বিশ্বাস ও সইদুল খান। এরা ড্রাগ মাফিয়া বলেই পরিচিত। এদের গ্রেফতার করে তাদের জিজ্ঞাসাবাদ করছে সিআইডি। এই গাঁজা ও কাফ সিরাপ নিয়ে কী পরিকল্পনা ছিল তাদের তা জানার চেষ্টা করছেন গোয়েন্দা আধিকারিকরা।