কদিন আগেই খোদ কলকাতার টালা ব্রিজের ওপর মধ্যরাতে একটি মাটাডোর আটক করে পুলিশ। তার মধ্যে থেকে উদ্ধার হয় বিশাল পরিমাণ বিস্ফোরক তৈরির কাঁচামাল। এমন ঘটনায় রীতিমত চমকে গিয়েছিলেন সকলে। কিন্তু চমক আরও বাকি ছিল। গত শনিবার বিকেলে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার হল বীরভূম থেকে। গোপন সূত্রে খবর পেয়ে সিআইডি বেলিয়াতোড়ে একটি ট্রাককে আটক করে। সেই ট্রাকেই বোঝাই করা ছিল বিস্ফোরক।
ট্রাকটি তেলেঙ্গানা থেকে আসছিল। সিআইডি জানাচ্ছে ট্রাকটিকে আটক করার পর সেখানে তল্লাশি চালিয়ে ৬৬ প্যাকেট ডিটোনেটর, ২৫০ প্যাকেট জিলেটিন স্টিক ও পাউডার এবং ২২৯ ব্যাগ অ্যালুমিনিয়াম নাইট্রেট উদ্ধার হয়েছে। এই বিপুল পরিমাণ বিস্ফোরক কোথায় যাচ্ছিল তা খতিয়ে দেখছে পুলিশ।
শনিবার বিকেল ৩টে নাগাদ ট্রাকটিকে আটক করা হয়। ট্রাক চালককে গ্রেফতার করেছে পুলিশ। তার কাছে কোনও সঠিক কাগজপত্রও ছিলনা বলে জানিয়েছে সিআইডি। ভোটের আগে এই বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার কিন্তু চিন্তার কারণ হল।