
তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে মৃত্যু হল ৩ জনের। আহত ১৪ জন। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার গরবেতার। সূত্রের খবর, ২১ জুলাইয়ের সমাবেশের প্রস্তুতি ঘিরেই দুই গোষ্ঠীর মধ্যে বৃহস্পতিবার রাতে সংঘর্ষ বাধে। জেলার বর্তমান ও প্রাক্তন রাজ্য সভাপতির মধ্যে সম্পর্ক মধুর নয়। অভিযোগ, এই দুই আঞ্চলিক নেতার অনুগামীদের মধ্যেই এদিন সংঘর্ষ বাধে আইসবাঁধি গ্রামে। তারপর তা আশপাশের ৩টি গ্রামে ছড়িয়ে পড়ে। দুপক্ষের মধ্যে দফায় দফায় বোমাবাজি হয়। অভিযোগ সংঘর্ষ চলাকালীন আলম মণ্ডল নামে এক ব্যক্তির বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। বাড়ির মধ্যেই পুড়ে মৃত্যু হয় তাঁর। এছাড়া সেরা মল্লিক ও আসমা মণ্ডল নামে ২ জনকে কুপিয়ে খুনের অভিযোগও উঠেছে। ঘটনার জেরে এলাকায় চাপা উত্তেজনা রয়েছে।