বিজেপির ৩ সদস্যের সংসদীয় প্রতিনিধিদল শনিবার দুপুরে ভাটপাড়ায় হাজির হয়। কথা বলে ২ মৃত ব্যক্তির পরিবারের সঙ্গে। পরে দলের সদস্যরা জানান সরকারকে তাঁরা পুরো রিপোর্ট জমা দেবেন। তাঁরা যতক্ষণ ছিলেন ততক্ষণ সেখানে বহু বিজেপি কর্মী ছিলেন। তাঁরা জয় শ্রীরাম স্লোগানও দিচ্ছিলেন। কিন্তু বিজেপি প্রতিনিধি দল ফিরতে ক্রমে ভিড় কমতে থাকে। এলাকায় ১৪৪ ধারা জারি রয়েছে। ফলে পুলিশ যে জমায়েত হতে দেবে না তা ছিল পরিস্কার। এদিন বিজেপি প্রতিনিধিদল ফেরার পর সেখানে ফের একদল মানুষ পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি শুরু করেন।
ইট বৃষ্টির মধ্যে পড়তেই পাল্টা পুলিশ লাঠিচার্জ শুরু করে। শুরু হয় হুড়োহুড়ি। লাঠি উঁচিয়ে তেড়ে যান পুলিশকর্মীরা। এই ঘটনায় ২ জন আহত হয়েছেন। একজনের মাথা ফাটে। বিজেপি কর্মীদের দাবি পুলিশের লাঠির ঘায়ে তাঁর মাথা ফাটে। অন্যজনও পুলিশের লাঠির ঘায়ে আহত হন বলে দাবি। তবে দ্রুত এলাকা ফাঁকাও হয়ে যায়। রাস্তায় প্রচুর পুলিশ মোতায়েন ছিল। দোকানপাট ছিল বন্ধ। রাস্তায় যান চলাচল নেই।
গত শুক্রবারই ব্যারাকপুর কমিশনারেটের নতুন কমিশনারের দায়িত্ব পেয়েছেন মনোজ বর্মা। তিনি শনিবারই এলাকায় হাজির হন। ভাটপাড়ায় বিশাল পুলিশবাহিনী নিয়ে অলি গলিতে রুট মার্চও করেন তিনি। এলাকার কোণা কোণা ঘুরে দেখেন। প্রয়োজনীয় নির্দেশ দেন। পরে মনোজ বর্মা দাবি করেন এলাকা এখন পুরোপুরি শান্ত। পুলিশের গুলিতে ২ যুবকের মৃত্যু হয়েছে বলে যে দাবি বিজেপি করছে সে সম্বন্ধে প্রশ্ন করা হলে অবশ্য তিনি জানান তদন্ত চলছে।