State

শান্তির বার্তা নিয়ে ভাটপাড়ায় অপর্ণা, কৌশিকরা

অশান্ত ভাটপাড়া, কাঁকিনাড়া কদিন হল কিছুটা শান্ত। তবে টুকটাক অশান্তি এখনও হচ্ছে। এর মধ্যে বৃহস্পতিবার ভাটপাড়ায় হাজির হলেন অভিনেত্রী-পরিচালক অপর্ণা সেন, নাট্যকর্মী-অভিনেতা কৌশিক সেন, নাট্যকর্মী-অভিনেতা চন্দন সেনরা। তথাকথিত বুদ্ধিজীবী সমাজের এই শান্তি বার্তা নিয়ে তাঁরা হাজির হন ভাটপাড়ায়। সেখান থেকে কাঁকিনাড়া পর্যন্ত হেঁটে বিভিন্ন জনের সঙ্গে কথা বলেন। ঘটনার কথা জানতে চান। শান্তির বার্তা দেন।

গত সপ্তাহে গুলিতে মৃত ধরমবীর সাউয়ের বাড়িতেও যান অপর্ণা, কৌশিকরা। কথা বলেন তাঁর পরিবারের লোকজনের সঙ্গে। ঠিক কী হয়েছিল তা বোঝার চেষ্টা করেন। কথা বলেন অন্যান্য পরিবারের সঙ্গেও। স্থানীয় মানুষের সঙ্গেও দীর্ঘক্ষণ কথা বলেন তাঁরা। বোঝার চেষ্টা করেন বাস্তব পরিস্থিতিটা ঠিক কী? পরে ব্যারাকপুর কমিশনারেটের পুলিশ কমিশনার মনোজ বর্মার সঙ্গেও দেখা করেন তাঁরা। তাঁদের পর্যবেক্ষণ তুলে ধরেন তাঁর সামনে। সেখানে একটি স্মারকলিপিও জমা দেন। পরে অপর্ণা সেন বলেন, ভাটপাড়ায় অশান্তি করেছে মুখ ঢাকা কিছু দুষ্কৃতি। স্থানীয়রাও বুঝে উঠতে পারছেন না তারা কোন দলের সমর্থক। এমনকি অপর্ণা সেন বলেন, অনেকে তাঁকে বলেছেন পুলিশের সাজে পায়ে হাওয়াই চপ্পল পরেও দুষ্কৃতিরা এখানে তাণ্ডব চালায়। তৃণমূল ও বিজেপি ২ দলকেই অশান্তির জন্য স্থানীয়রা দোষারোপ করছেন। এলাকায় দখলদারির চেষ্টা হচ্ছে বলেও জানান অপর্ণা সেন। তিনি বলেন, এটা যে এলাকা দখলের লড়াই এবং পুরোটাই রাজনৈতিক তাও স্থানীয়রা বুঝতে পারছেন।


কৌশিক সেন বলেন, ভাটপাড়ার মানুষ লাগাতার অশান্তির জেরে এখন ভীতসন্ত্রস্ত। যদি এখানে সবপক্ষকে নিয়ে পুলিশ শান্তি আলোচনায় বসে এবং তাঁদেরও সেখানে ডাকা হয় তবে তাঁরা সেখানে হাজির হবেন। বৃহস্পতিবার ভাটপাড়া, কাঁকিনাড়া ঘুরে দেখার পর অপর্ণা সেনরা জানান, তাঁরা ফিরে গিয়ে এখানকার পরিস্থিতি সম্বন্ধে একটি স্মারকলিপি প্রস্তুত করবেন। তারপর তা তুলে দেবেন রাজ্যের রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর হাতে। সেই স্মারকলিপিই তুলে দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে।


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button