
ফের প্রকাশ্যে গুলি করে হত্যা। এবার পুরুলিয়ায়। পুরুলিয়ার আদ্রায় রেল কলোনি সংলগ্ন আদ্রা গার্লস হাইস্কুলের সামনে ঘটনাটি ঘটেছে। সূত্রের খবর, শুক্রবার সকালে স্কুলের সামনে দিয়ে সাইকেলে করে যাচ্ছিলেন স্থানীয় যুবক পিন্টু বর্মা। অভিযোগ তখন তাঁকে পয়েন্ট ব্ল্যাংক রেঞ্জ থেকে গুলি করা হয়। তারপরই সেখান থেকে চম্পট দেয় আততায়ী। রাস্তায় রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন পিন্টু বর্মা। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। এদিকে এভাবে প্রকাশ্যে গুলি করে খুনের ঘটনায় এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়েছে।