হুগলি জেলার জাঙ্গিপাড়ার কাছে রাজবলহাট। এখানেই গত বৃহস্পতিবার রাতে প্রবল উত্তেজনা ছড়ায়। তৃণমূল ও বিজেপির সংঘর্ষের জেরেই এই ঘটনা ঘটে বলে দাবি স্থানীয়দের। উত্তেজনা থামাতে এলে পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি শুরু হয়। ইটের ঘায়ে আহত হন এক পুলিশ কনস্টেবল। তাঁর মাথায় ইট পড়ে। রক্তাক্ত অবস্থায় সেখান থেকে তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।
স্থানীয়দের দাবি, গোটা ঘটনার সূত্রপাত একটি জমি দখলকে কেন্দ্র করে। জমিটিকে ঘিরে চাপা উত্তেজনা দানা বাঁধছিল। বৃহস্পতিবার তা চরম আকার নেয়। বিজেপি ও তৃণমূলের মধ্যে সংঘর্ষ বাঁধে। যদিও বিজেপির দাবি এই ঘটনায় তাদের কোনও কর্মী বা সমর্থক জড়িত নন। পুরো ঘটনাই ঘটেছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে।
বিজেপি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কথা বললেও স্থানীয় তৃণমূল নেতারা পাল্টা দাবি করছেন এটা বিজেপির কাজ। বিজেপি কর্মী সমর্থকেরাই পুলিশকে লক্ষ্য করে ইট ছোঁড়ে। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে। এলাকায় চাপা উত্তেজনা রয়েছে। অবশ্য এদিনের ঘটনা কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। রাজ্যের বিভিন্ন অংশ তৃণমূল-বিজেপি সংঘর্ষে মাঝেমধ্যেই উত্তাল হয়ে উঠছে।