গত শুক্রবার গভীর রাতে পুলিশ চুঁচুড়ার রবীন্দ্রনগর এলাকায় একটি দুষ্কৃতি জমায়েতের খবর পেয়ে সেখানে হানা দেয়। দুষ্কৃতিরা কোনওভাবে পুলিশের আসার খবর পেয়ে যায়। তারা পালানোর চেষ্টা করে। পুলিশ তাদের পিছু ধাওয়া করে। তখন পুলিশকে লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি চালায় দুষ্কৃতিরা। গুলি চলায় তখন কিছুটা হলেও থমকে যায় পুলিশ। তারপর অবস্থা সামলে ফের তাড়া করতে করতে পুলিশের নাগালের বাইরে চলে যায় দুষ্কৃতিরা। পুলিশের মূল লক্ষ্য ছিল এলাকার কুখ্যাত দুষ্কৃতি টোটন বিশ্বাস। তাকেও ধরতে পারেনি পুলিশ।
এই ঘটনার পর রাতে আর কিছু ঘটেনি। শনিবার সকালে আচমকা বেশ কিছু মানুষ ওই ঘটনার প্রতিবাদে জিটি রোড অবরোধ করেন। স্থানীয়রাই এই অবরোধ করেন। পুলিশের বিরুদ্ধে এই অবরোধ হয়। রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ করা হয়। ১ ঘণ্টা পার করেও পুলিশের অনুরোধে অবরোধ না উঠলে পুলিশ অবরোধ তুলতে কড়া ব্যবস্থা নেয়।
অবরোধ হঠাতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ফাটায়। ব়্যাফ নামে। লাঠি উঁচিয়ে তেড়া যান পুলিশকর্মীরা। এক ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়। দোকানপাট বন্ধ হয়ে যায়। সাধারণ মানুষজন বাড়ি থেকে তখন বার হননি। অবরোধকারীদের তরফে পুলিশকে লক্ষ্য করে পাল্টা ইট বৃষ্টি হয়। পরে ১২ জনকে গ্রেফতার করে পুলিশ। এলাকায় মোতায়েন করা হয় বিশাল পুলিশবাহিনী। দুষ্কৃতিদের খোঁজে তল্লাশিও শুরু হয়। ঘটনার জেরে এলাকায় চাপা উত্তেজনার সৃষ্টি হয়।