সোমবার সকালে ভাটপাড়ার বেশ কিছু জায়গায় তল্লাশি চালিয়ে বোমা উদ্ধার করে পুলিশ। তখন থেকেই এলাকা উত্তপ্ত হতে শুরু করে। বোমাবাজির প্রতিবাদ করে কাঁকিনাড়ায় রেল অবরোধ হয়। এদিকে বেলা ১১টার পর ভাটপাড়া পুরসভায় হামলা চালানোর চেষ্টা করে বেশ কয়েকজন দুষ্কৃতি। তারা পুরসভায় ভাঙচুরের চেষ্টা করে। দুষ্কৃতিদের হাতে আক্রান্ত হয় ভাটপাড়ার মাতৃসদনও। এখানে প্রসূতিদের ভিড় ছিল। তাঁরাও আতঙ্কিত হয়ে পড়েন। ভাঙচুর হয় হাসপাতালে।
সোমবার ভাটপাড়া পুরসভার সামনে বেশ কয়েকটি বোমা পড়ে। এলাকা অশান্ত হয়ে ওঠে। আতঙ্কে অনেকেই দোকানপাট বন্ধ করে দেন। ঘোষপাড়া রোডে বোমাবাজি হওয়ায় এখানে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। অনেকেই আতঙ্কে বাড়িতে ঢুকে পড়েন। চারদিক সুনসান হয়ে যায়। কেবল পুলিশ হাজির হয়। স্থানীয়দের অভিযোগ এদিন নাকি বোমাবাজির সঙ্গে সঙ্গে গুলিও চলে।
পুলিশ এসে অবস্থা আয়ত্তে আনার চেষ্টা করে। তবে পুলিশের সামনেই বোমাবাজি হয়। বোমাবাজি শুধু ঘোষপাড়া রোডের সামনেই হয়েছে এমনটা নয়। কাঁকিনাড়া, ভাটপাড়ার অনেক অলিগলিতেও বোমাবাজির ঘটনা ঘটে। পুলিশ দ্রুত ব্যবস্থা নেয়। এলাকায় তল্লাশি শুরু হয়। নামে ব়্যাফ। দুষ্কৃতিদের খোঁজে চলে পাড়ায় পাড়ায় তল্লাশি। এদিকে ঘটনার পর এলাকায় একটা চাপা উত্তেজনা ছিল। তবে দোকানপাট আর বিশেষ খোলেনি।