জেলা ভিত্তিক প্রশাসনিক সভা শুরু করতে জেলা সফরে যেতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে সোমবার ২১টি জেলার জেলা পরিষদের সব সদস্যকে ডেকে পাঠান তিনি। নবান্নে সভাগৃহে তাঁদের সঙ্গে বৈঠক করেন। সঙ্গে ছিলেন পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় সহ মুখ্যসচিব ও অন্য আমলারা। মুখ্যমন্ত্রী জানান বালুরঘাট জেলা পরিষদের ১৮ জনের মধ্যে ১১ জন উপস্থিত ছিলেন। পঞ্চায়েতে অনেকগুলি প্রকল্পের কাজ কীভাবে দ্রুত শেষ হবে, তার রূপরেখা নির্দেশ করেন মুখ্যমন্ত্রী। কোথায় কী সমস্যা রয়েছে তারও খবর নেন।
এই বৈঠকের পাশাপাশি ত্রিস্তরীয় পঞ্চায়েতে সদস্য হিসাবে যাঁরা রয়েছেন তাঁদের পদাধিকার পিছু ভাতা বাড়ানো হয়েছে। জেলা পরিষদের সভাধিপতি পান ৬ হাজার ৬০০ টাকা। তা বেড়ে হচ্ছে ৯ হাজার টাকা। জেলা পরিষদের সহ সভাধিপতি পান ৫ হাজার টাকা। তা বেড়ে হচ্ছে ৮ হাজার টাকা। কর্মাধ্যক্ষ পান ৪ হাজার টাকা। তা বেড়ে হচ্ছে ৭ হাজার টাকা। জেলা পরিষদের সাধারণ সদস্যরা পান দেড় হাজার টাকা। তা বেড়ে হচ্ছে ৫ হাজার টাকা।
পঞ্চায়েত সমিতিতে সভাপতি পান সাড়ে ৩ হাজার টাকা। তা বেড়ে হচ্ছে ৬ হাজার টাকা। সহ সভাপতি পান ৩ হাজার টাকা। তা বেড়ে হচ্ছে সাড়ে ৫ হাজার টাকা। কর্মাধ্যক্ষ পান আড়াই হাজার টাকা। তা বেড়ে হচ্ছে ৫ হাজার টাকা। পঞ্চায়েত সমিতির সাধারণ সদস্যরা পান দেড় হাজার টাকা। যা বেড়ে হচ্ছে সাড়ে ৩ হাজার টাকা।
গ্রামসভার ক্ষেত্রে গ্রাম প্রধান পান ৩ হাজার টাকা। যা বেড়ে হচ্ছে ৫ হাজার টাকা। গ্রাম উপপ্রধান পান ২ হাজার টাকা। যা বেড়ে হচ্ছে ৪ হাজার টাকা। সঞ্চালক পান ১ হাজার ৮০০ টাকা। যা বেড়ে হচ্ছে ৩ হাজার ৮০০ টাকা। গ্রাম পঞ্চায়েত সদস্যরা পান দেড় হাজার টাকা। যা বেড়ে হচ্ছে ৩ হাজার টাকা।
মুখ্যমন্ত্রী এদিন নিজে এই ঘোষণা করেন। জানান এঁরা খুবই কম টাকা পান। অনেক ক্ষেত্রে এঁদের যানবাহনের ভাড়া ওঠে না। তাই এঁদের ভাতা বাড়ার প্রয়োজন ছিল বলেই এদিন বোঝান মুখ্যমন্ত্রী। পরে তিনি ঘোষণা করেন কাদের কত টাকা করে ভাতা বৃদ্ধি হল। তবে তাঁদের কাজও তিনি বাড়াতে চলেছেন। মানুষের কাছে পৌঁছনোর, তাঁদের সমস্যা মেটানোরও নির্দেশ দেন ত্রিস্তরীয় পঞ্চায়েতের সদস্যদের।