State

অর্জুন সিংয়ের বাড়ির সামনে গুলি, বোমাবাজি, প্রতিবাদে পথ অবরোধ

ভাটপাড়ায় বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের বাড়ির কাছেই বুধবার রাতে বোমাবাজির ঘটনা ঘটে। চলে গুলিও। মেঘনা মোড়ের কাছেই অর্জুন সিংয়ের পার্টি অফিস। বাড়ি ও পার্টি অফিসের সামনে বোমাবাজি ও গুলি চলার ঘটনায় আতঙ্ক ছড়ায়। পুলিশ হাজির হয়। ভাটপাড়া ও কাঁকিনাড়ায় শান্তি ফেরাতে ও গুলি-বোমাবাজি বন্ধ করতে তৎপর পুলিশ প্রশাসন। অনেকটা এই এলাকাকে শান্তও করে ফেলেছে পুলিশ। কিন্তু তার মধ্যেই দুষ্কৃতিরা বোমাবাজি করে, গুলি চালিয়ে অশান্ত করল এলাকা।

এই ঘটনায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতিদের দিকেই আঙুল তুলেছে বিজেপি। প্রতিবাদে বৃহস্পতিবার সকালে ঘোষপাড়া রোড অবরোধ করেন বিজেপি কর্মী সমর্থকেরা। কল্যাণী এক্সপ্রেসওয়েও অবরোধ করা হয়। ফলে সকালেই ব্যাপক যানজটের শিকার হন নিত্যযাত্রীরা। রাস্তা অবরোধ হওয়ায় বন্ধ। ফলে ঘুরপথে কাজে যেতে হয় তাঁদের। এদিকে বোমাবাজি ও গুলি চলার ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত করছেন পুলিশ আধিকারিকরা।


ভাটপাড়া তাঁর খাসতালুক বলেই পরিচিত। সেখানকার প্রাক্তন তৃণমূল বিধায়কও ছিলেন তিনি। লোকসভা ভোটের আগে অবশ্য বিজেপিতে যোগদানের পর বিজেপির টিকিটে ব্যারাকপুর লোকসভা আসনে দাঁড়িয়ে জেতেন অর্জুন সিং। সাংসদ হওয়ার পর তাঁর ছেলে উপনির্বাচনে মদন মিত্রকে হারিয়ে জিতে নেন ভাটপাড়া বিধানসভা। এদিকে লোকসভা নির্বাচনের আগে থেকেই ভাটপাড়া অশান্ত। সেই অশান্তি দীর্ঘদিন চলার পর এখন কিছুটা শান্ত এলাকা। তারমধ্যেই গত বুধবার বোমাবাজির ঘটনা ঘটল।


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button