
না বলে তার জমিতে গরু বাঁধায় গরুর মালকিনকে খোলা মাঠে বিবস্ত্র করে বেধড়ক মারল জমির মালিক। মায়ের আব্রু রক্ষা করতে এগিয়ে এলে ওই মহিলার কিশোর ছেলেকেও ধারালো অস্ত্র দিয়ে কোপান হয়। এই অভিযোগ ঘিরে রবিবার উত্তেজনা ছড়াল মালদহের বৈষ্ণবনগরে। অভিযোগ স্থানীয় এক মহিলা তাঁর একটি গরু একব্যক্তির জমিতে খুঁটে বেঁধে দিয়ে যান। তার জমিতে এভাবে অন্যের গরু বাঁধা থাকতে দেখে বেজায় রেগে যান জমির মালিক। রাগের চোটে গরুটাকেই পেটাতে শুরু করে সে। মেরে গরুর পা ভেঙে দেয় জমির মালিক। গরুকে বাঁচাতে ছুটে আসেন ওই মহিলা। অভিযোগ তখন জমির মালিক ও তার সঙ্গিসাথীরা ওই মহিলাকে বিবস্ত্র করে মারতে থাকে। মহিলার ছেলে মাকে বাঁচাতে এগিয়ে এলে তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপায় তারা। তারপর সেখান থেকে চম্পট দেয়। আশঙ্কাজনক অবস্থায় মা ও ছেলে স্থানীয় হাসপাতালে ভর্তি। অভিযুক্ত পলাতক। তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।