এলাকার সাংসদ অর্জুন সিং দলবদল করে তৃণমূল ছেড়ে বিজেপি যোগ দেওয়া ও তারপরই লোকসভা নির্বাচনে বিজেপির টিকিটে দাঁড়িয়ে ব্যারাকপুর কেন্দ্র থেকে জয়ী হওয়ার পর ভাটপাড়া-কাঁকিনাড়া তো বটেই এমনকি তার চারপাশের অনেক এলাকাতেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার হিড়িক পড়ে। সে সময় তৃণমূল কার্যালয়গুলিও রাতারাতি বিজেপি পার্টি অফিসে বদলে গিয়েছিল। রবিবার তেমনই ৩টি পার্টি অফিস ফের নিজেদের দখলে নিতে যায় তৃণমূল। আর তাতেই সৃষ্টি হয় উত্তেজনা। রণক্ষেত্রের চেহারা নেয় উত্তর ২৪ পরগনার শ্যামনগর।
রবিবার সকালে এলাকার ৩টি পার্টি অফিস বিজেপির হাত থেকে ছিনিয়ে নিতে তৃণমূল কর্মীরা হাজির হন। পার্টি অফিসে ঢুকে তাঁরা ভাঙচুর চালান। পাল্টা বিজেপি কর্মীরা বাধা দেওয়ার চেষ্টা করতে উত্তেজনার সৃষ্টি হয়। হাজির হয় বিশাল পুলিশবাহিনী। এদিকে খবর পেয়ে হাজির হন এলাকার সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং। তৃণমূলে থাকার সময় থেকেই এই এলাকায় অর্জুন সিংয়ের যথেষ্ট দাপট ছিল।
রবিবার সকালে পার্টি অফিস দখল করে নিচ্ছে তৃণমূল। এই খবর পেয়ে হাজির হলে তাঁর গাড়িতেও তৃণমূল ভাঙচুর চালায় বলে দাবি করেছেন অর্জুন সিং। বিজেপির পার্টি অফিসগুলি থেকে তাদের চেয়ার, টেবিল, দলীয় ব্যানার, ফেস্টুন ও অন্যান্য সামগ্রি বার করে দেন তৃণমূল কর্মীরা। ভাঙচুর চালান। তৃণমূলের দাবি তাদেরই পার্টি অফিস বিজেপি দখল করে নিয়েছিল। এদিন তারা তাদের পার্টি অফিস ফের নিজেদের দখলে নিল।