হলদিয়া পেট্রোকেমিক্যালসে শুক্রবার বেলায় আতঙ্ক ছড়াল। ১১টা নাগাদ এখানে একটি ন্যাপথা ইউনিটে আগুন লেগে যায়। দ্রুত পেট্রোকেমের দমকল এসে আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা শুরু করে। প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বেলা ১টা নাগাদ আগুনকে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন দমকলকর্মীরা। এদিকে এই ঘটনায় বেশ কয়েকজন কর্মরত শ্রমিক ঝলসে গেছেন।
প্রায় ১২ জন শ্রমিক আহত হয়েছেন বলে খবর। এঁদের প্রথমে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। ৬ জনের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাঁদের কলকাতার হাসপাতালে পাঠানো হয়। ন্যাপথা অত্যন্ত দাহ্য পদার্থ হওয়ায় আগুন ছড়াতে সময় নেয়নি। দ্রুত তা ওই ইউনিটের একটা বড় অংশ গ্রাস করে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ কত তা এখনও পরিস্কার নয়।
কেন এভাবে ন্যাপথা ইউনিটে আগুন লাগল? প্রশ্নের উত্তর এখনও মেলেনি। ঠিক কী কারণে এই ভয়াবহ আগুন তা কর্তৃপক্ষের তরফ থেকেই জানানো দরকার। যা এখনও জানা যায়নি। এদিকে এই অগ্নিকাণ্ডের জেরে পেট্রোকেমে বেশ কিছুক্ষণ কাজ ব্যাহত হয়। শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সকলেরই একটি প্রশ্ন আগুন লাগল কেমন করে? যার উত্তর এখনও অজানা।