বর্ধমান জেলা জুড়ে অপরাধ দমনে শেষ ২৪ ঘণ্টায় জোরদার অভিযান চালাল জেলা পুলিশ। যার ফলও মিলেছে হাতেনাতে। পুলিশি ধরপাকড়ে জেলার বিভিন্ন কোণা থেকে অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত অভিযোগে ১১০০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার হয়েছে ২৬টি আগ্নেয়াস্ত্র ও ২৮ রাউন্ড গুলি।
বর্ধমানের পুলিশ সুপার কুণাল আগরওয়াল জানিয়েছেন, পুলিশি তল্লাশিতে জেলা জুড়ে ৬৫৩টি বোমা উদ্ধার হয়েছে। উদ্ধার হয়েছে ৫ কেজি গাঁজা। তাছাড়া প্রচুর বেআইনি মদ উদ্ধার করেছে পুলিশ। সূত্রের খবর, নবান্নের সবুজ সংকেত পাওয়ার পরই হাত খুলে জেলা জুড়ে তল্লাশি ও ধরপাকড় চালিয়েছে পুলিশ। আগামী দিনেও এই অভিযান চলবে বলে জানিয়েছেন বর্ধমানের পুলিশ সুপার।