তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তেজনা চরমে উঠল কোচবিহারের তুফানগঞ্জে। এখানে রায়পুর পঞ্চায়েত দখলকে কেন্দ্র করে ২ পক্ষে সংঘর্ষ শুরু হয়। তৃণমূল রায়পুর পঞ্চায়েত পুনর্দখল করতে গেলে বিপত্তির শুরু। বিজেপি কর্মীরা পথ আটকে দাঁড়িয়ে পড়েন। জয় শ্রীরাম স্লোগান দিতে থাকেন। অবস্থা অন্য দিকে মোড় নিতে পারে সেই আশঙ্কা করে সেখানে পুলিশ হাজির হয়। এদিকে ২ পক্ষে ততক্ষণে বোমাবাজি শুরু হয়ে গেছে।
একের পর এক বোমা পড়তে থাকে। আতঙ্ক ছড়ায় এলাকায়। পুলিশ এসে অবস্থা আয়ত্তে আনতে প্রথমে লাঠি চার্জ করে। পরে কাঁদানে গ্যাসের শেল ফাটায়। ২ পক্ষের মাঝে দাঁড়িয়ে পড়ে পুলিশ। পুলিশ লাঠিচার্জ শুরু করলে যুযুধান ২ পক্ষ ছত্রভঙ্গ হতে শুরু করে। কিন্তু উত্তেজনা থেকে যায়। শুক্রবার বিকেলের মধ্যে পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
তৃণমূল-বিজেপি সংঘর্ষ নতুন কিছু নয়। রাজ্যের বিভিন্ন কোণাতেই ২ পক্ষে সংঘর্ষ বাঁধছে। খুনের ঘটনা ঘটছে। এদিন পরিস্থিতি আয়ত্তে এলেও এলাকায় যেভাবে চাপা উত্তেজনা রয়েছে তাতে ফের তুফানগঞ্জে উত্তাপ ছড়াতে পারে বলে আশঙ্কায় রয়েছেন স্থানীয় বাসিন্দারা। কারণ এ ধরণের সংঘর্ষ সাধারণ মানুষের জন্য আতঙ্কের কারণ হয়।