State

অল্পের জন্য রক্ষা, মঞ্চ ভেঙে পড়ে গেলেন মন্ত্রী

বর্ধমানের কাটোয়ার পশু হাসপাতাল যথেষ্ট পরিচিত। সেখানে মাল্টি ডিসিপ্লিনারি ভেটেরিনারি অপারেশন থিয়েটার-এর উদ্বোধন ছিল। সেই অনুষ্ঠানে হাজির ছিলেন রাজ্যের পশুকল্যাণ মন্ত্রী স্বপন দেবনাথ। মন্ত্রী মঞ্চে রয়েছেন। সঙ্গে রয়েছেন হাসপাতালের উচ্চপদস্থ আধিকারিকরা। আমন্ত্রিত অতিথিরা। সেই সময় অনুষ্ঠানের মাঝে আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে মঞ্চ। কিছু বুঝে ওঠার আগেই মন্ত্রী স্বপন দেবনাথ সহ অন্যদের নিয়ে মঞ্চটি ভেঙে যায়।

খুব স্বাভাবিকভাবেই এমন আচমকা পতন সামলে নিতে পারেননি স্বপনবাবু। তাঁকে দ্রুত সকলে কোলে তুলে নিয়ে ভাঙা মঞ্চ থেকে সরিয়ে আনেন। মন্ত্রীর সামান্য চোটও লাগে। এদিকে মন্ত্রী থাকা অবস্থায় এভাবে মঞ্চ ভেঙে পড়ায় হৈচৈ শুরু হয়ে যায়। কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ও মঞ্চে উপস্থিত ছিলেন। তিনিও স্বপনবাবুর সঙ্গে নিচে পড়ে যান।


যে মঞ্চে এতবড় অনুষ্ঠান হতে চলেছে সেই মঞ্চ ভেঙে পড়ল কী করে? কতটা দুর্বল করে তৈরি হয়েছিল মঞ্চ? কারা এই মঞ্চ বানিয়েছিল? কী দিয়ে বানানো হয়েছিল যে এই ভার সহ্য করতে পারল না? কাদের কাদের গাফিলতি রয়েছে এই দুর্ঘটনার পিছনে? সব প্রশ্নের উত্তর খুঁজতে তদন্ত শুরু করেছে পুলিশ। মন্ত্রী ও বিধায়ক এভাবে পড়ে যাওয়াকে কখনই হাল্কাভাবে নিতে পারছেন না তদন্তকারীরা।


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button