শখ ছিল ছবি তোলার। সেই ছবি তোলার শখই কেড়ে নিল প্রাণ। মৃত্যু হল রিষড়ার বাসিন্দা প্রদীপ সাক্সেনার। পেশায় কেবল অপারেটর প্রদীপবাবুর দেহ বৃহস্পতিবার তাঁর বাড়িতে এসে পৌঁছয়। এলাকায় যথেষ্ট পরিচিত মুখ ছিলেন তিনি। ফলে বহু মানুষ ভিড় করেন বাড়িতে। মর্মান্তিক এই মৃত্যু অনেকেই মেনে নিতে পারছেন না। স্ত্রী, কন্যাকে নিয়ে গিয়েছিলেন দার্জিলিংয়ে বেড়াতে। স্ত্রী, কন্যা ফিরলেন। তিনি ফিরলেন নিথর হয়ে।
গত পঞ্চমীতে স্ত্রী ও কন্যাকে নিয়ে দার্জিলিং পাড়ি দেন প্রদীপ সাক্সেনা। পুরো পুজোটা সেখানেই ঘুরে কাটান। একাদশীর দিন ফেরার কথা ছিল তাঁর। সেইমত ঘুম স্টেশন থেকে টয় ট্রেন ধরেন। সেই ট্রেন বাতাসিয়া লুপের কাছে পৌঁছলে বাইরের প্রাকৃতিক সৌন্দর্য হয়তো প্রদীপবাবুর ছবি তোলার নেশা চাগিয়ে দেয়। তিনি টয় ট্রেনের দরজা থেকে বাইরে ঝুঁকে সেলফি তোলার চেষ্টা করেন। তখনই তিনি টাল সামলাতে না পেরে হড়কে পড়ে যান।
রক্তাক্ত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়। পরে প্রশাসনের তৎপরতায় তাঁর দেহ ফেরে বাড়িতে। কান্নায় ভেঙে পড়েন অনেকে। সেলফির নেশা বহু প্রাণ কেড়েছে। সেলফি সুন্দর করতে জীবনের ঝুঁকি নিয়েছেন অনেকে। সেই তালিকায় যুক্ত হল প্রদীপ সাক্সেনার নামও। এক স্ত্রী হারালেন স্বামীকে। এক কন্যা হারাল তার পিতাকে।