ভাইফোঁটার সকাল। আর ভাইফোঁটা মানে শুধু তো ভাইয়ের কপালে বোনের ফোঁটা নয়, সেই সঙ্গে পারিবারিক এই উৎসবে জমিয়ে খাওয়া দাওয়া। বাড়িতে ভাইফোঁটার জন্য গুছিয়ে বাজার করে ফিরছিলেন দুজন। বাইকেই ফিরছিলেন। হয়তো তখনও তাঁদের জানা ছিলনা ভাইফোঁটার বাজার বাড়ি পর্যন্ত আর যাবেনা। বাড়ি ফিরবেন না তাঁরাও। মঙ্গলবার সকাল ৮টা নাগাদ বানতলার কাছে বাসন্তী হাইওয়ের ওপর একটি দ্রুতগতির পিকআপ ভ্যানের চাকা ফেটে যায়। চাকা ফাটার পর নিয়ন্ত্রণ হারায় ভ্যানটি। সোজা গিয়ে ধাক্কা মারে রাস্তার ধারের একটি গাছে। তারপর এসে ধাক্কা মারে উল্টো দিক থেকে আসা বাইকে।
বাইকে তখন ভাইফোঁটার বাজার হাতে আসছিলেন ২ ব্যক্তি। তাঁদের পিষে দেয় ভ্যানটি। তারপর উল্টে যায়। রাস্তায় ছড়িয়ে পড়ে বাজার। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুজনের। এদিকে ভ্যানে থাকা বেশ কয়েকজন আহত হন। তাঁদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। সেখানে ২ জনের মৃত্যু হয়। এখনও চিকিৎসাধীন অন্য আহতরা।
ঘটনার জেরে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। বাসন্তী হাইওয়ের মত ব্যস্ত রাস্তায় যান চলাচল কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যায়। পরে অবশ্য ফের গাড়ি চালু হয়। পুলিশ ভ্যানটিকে সরিয়ে নিয়ে যায়। ভ্যানের চালক অবশ্য পলাতক। তার খোঁজ করছে পুলিশ। কেন ভ্যানের চাকা ফেটে গেল তা খতিয়ে দেখা হচ্ছে।