কালীপুজো দেখতে একটু দূরেই গিয়েছিলেন তাঁরা। কালীপুজো দেখে রাতে ফিরছিলেন বাড়িতে। স্বামী-স্ত্রী নিজেদের মধ্যে কথা বলতে বলতে ফিরছিলেন। জঙ্গল ঢাকা এলাকা। তায় আবার রাত। যদিও স্থানীয় হওয়ায় জায়গাটা তাঁদের চেনা। কিন্তু জঙ্গল সবসময়ই অনিশ্চিত ভবিষ্যতের কাহিনি লেখে। সেখানে পরক্ষণে কী হবে বলা কঠিন। যেমনটা হল ওই ওঁরাও দম্পতির সঙ্গে। রাতের অন্ধকারে জঙ্গলের পথে হাতির মুখে পড়ে গেলেন তাঁরা।
রাতে অনেক সময় হাতি জল খেতে বার হয়। দলেই থাকে তারা। কিন্তু তাদের পথে কেউ পড়ে গেলে রক্ষে নেই। ওঁরাও দম্পতিরও একই অবস্থা হয়। দুজনকে ঘটনাস্থলেই পিষে মারে হাতি। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির রামসাই এলাকায়। শুধু রামসাই বলেই নয়, কাছের কালামাটি এলাকার জঙ্গলেও ভোরের দিকে আরও এক ব্যক্তি হাতির শিকার হন। একই দিনে ৩ জনের প্রাণ নিল হাতি।
৩ জনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই এলাকায় বিক্ষোভ শুরু করেন স্থানীয় মানুষজন। আশপাশের গ্রামের বহু মানুষ সামিল হন বিক্ষোভে। তাঁদের দাবি, হাতির হানায় মৃত্যু, বাড়িঘরের ক্ষতি হয়েই চলেছে। কিন্তু প্রশাসন যথেষ্ট তৎপর নয় তাঁদের সুরক্ষা নিশ্চিত করা নিয়ে। তাঁদের ও তাঁদের পরিবারের সুরক্ষা নিশ্চিত করার দাবি নিয়ে মঙ্গলবার সকালে বিক্ষোভে সামিল হন শয়ে শয়ে মানুষ।