প্রধানমন্ত্রীর নির্দেশেই বুলবুল বিধ্বস্ত এলাকা পরিদর্শনে গিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। কিন্তু দক্ষিণ ২৪ পরগনার নামখানাতে পৌঁছতেই এদিন প্রবল বিক্ষোভের মুখে পড়েন তিনি। যাদবপুরের পর ফের নামখানাতেও তাঁকে ঘিরে বিক্ষোভ হয়। তাঁর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখানো হয়। গো ব্যাক স্লোগান দেওয়া হয়। কালো পতাকাও দেখানো হয়। বিক্ষোভকারীদের দাবি, বুলবুলকে সামনে রেখে রাজনীতি করতে এসেছেন বাবুল সুপ্রিয়। এদিকে বাবুল সুপ্রিয় গাড়ি থেকে নেমে আসেন। তাঁকে ঘিরে রাখে বিশেষ বাহিনী। প্রবল বিক্ষোভের মুখে অবশেষে ফিরতে হয় তাঁকে। গাড়ি ঘুরিয়ে তিনি অন্যত্র যাওয়ার চেষ্টা করেন।
বুধবার বাবুল সুপ্রিয় ফ্রেজারগঞ্জের বুলবুল বিধ্বস্ত এলাকা পরিদর্শনে যান। নিজেই কিছুটা পথ গাড়ি চালান। পরে নিজেই বাইক চালিয়ে প্রত্যন্ত এলাকায় ঢোকেন। হাজির হন গ্রামে। বাবুল সুপ্রিয়কে দেখে অনেক জায়গায় গ্রামবাসীরা তাঁদের অভিযোগ নিয়ে এগিয়ে আসেন। ত্রাণ ঠিকঠাক না পাওয়ার অভিযোগ করেন তাঁর কাছে।
অনেক গ্রামবাসী বাবুলকে জানান বুলবুল তাঁদের ঘরবাড়ি শেষ করে দিয়েছে। আপাতত ত্রাণ শিবিরে জায়গা হয়েছে তাঁদের। সেখানেও তাঁরা ঠিকঠাক খাবার পাচ্ছেন না। এদিন বিভিন্ন এলাকা ঘুরে দেখেন বাবুল। অভিযোগ শোনেন। বুলবুলের ধ্বংসের চেহারা খতিয়ে দেখেন। প্রয়োজনে স্থানীয়দের কাছে প্রশ্ন করে জেনে নেন। এদিকে এদিন বাবুল সুপ্রিয়কে ঘিরে কালো পতাকা দেখানো ও গো ব্যাক স্লোগান দেওয়ার বিরুদ্ধে জাতীয় সড়কের ওপর পাল্টা বিক্ষোভে সামিল হয় বিজেপি। জয় শ্রীরাম ধ্বনিও দেয় তারা।