কার্তিক পুজো এ রাজ্যে বেশ কয়েক জায়গায় ধুমধাম করেই পালিত হয়। তেমনই একটি জায়গা মুর্শিদাবাদের বেলডাঙা। এখানে কার্তিক পুজোয় মেলাও বসে। বহু মানুষের সমাগম হয়। সেখানেই মেলার আনন্দ মাটি করে দিল একটি ভয়ংকর দুর্ঘটনা। মেলা মানে যেমন নানা জিনিসের দোকান, খাবার দোকান, তেমনই শিশুদের মনোরঞ্জনের জিনিসপত্রের পসরা সাজিয়ে অনেক বিক্রেতা হাজির হন মেলায়। তেমনই একটি শিশুদের মনের মত জিনিস গ্যাস বেলুন। সেই গ্যাস বেলুনের সিলিন্ডারই ফেটে যায় আচমকা।
হিলিয়াম বা হাইড্রোজেনের মত বাতাসের চেয়ে হাল্কা গ্যাস বেলুনে ভরলে সেই বেলুন আকাশের দিকে উড়ে যেতে থাকে। হাল্কা গ্যাসের উপরের দিকে যাওয়ার প্রবণতাকে কাজে লাগিয়েই এই গ্যাস বেলুন তৈরি হয়। গ্যাস ভরা থাকে সিলিন্ডারে। আর সেই সিলিন্ডারের মুখে থাকে একটি যন্ত্র। যা খুলে গ্যাস বেলুনে পুরে দেওয়া হয়। তারপর যন্ত্র বন্ধ করে দিয়ে বেলুন তলার দিক থেকে বেঁধে দেওয়া হয়। মনে করা হচ্ছে ওই সিলিন্ডারের যন্ত্রেই কোনও সমস্যা হয়ে থাকতে পারে। অথবা যিনি গ্যাস পুরছিলেন তিনি কোনও অসাবধানতার কাজ করে থাকতে পারেন। পুলিশ তা তদন্ত করে দেখছে। কিন্তু গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হওয়ায় মেলার কোলাহল বদলে যায় আর্তনাদে।
বেলডাঙার এই গ্যাস বেলুন সিলিন্ডার বিস্ফোরণে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। ৬ জন আহত হয়েছেন। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়াও বেশ কয়েকজন কমবেশি আঘাত পেয়েছেন। তবে তা গুরুতর নয়। এই ঘটনার পর মেলা চত্বরে আর্তনাদ ছড়িয়ে পড়ে। অনেকেই সেখান থেকে পালানোর চেষ্টা করেন। চারধারে অন্ধকার হয়ে যায়। মেলার সব খুশি নিমেষে উধাও হয়ে যায় গ্যাস বেলুনের মত।