নদিয়ার করিমপুরের বিজেপি প্রার্থী জয়প্রকাশ মজুমদার এদিন ভোট চলাকালীন পৌঁছন ঘিয়াঘাট এলাকায়। এখানে তিনি যখন নিজের গাড়ির সামনে তখন বেশ কয়েকজন তাঁর ওপর হামলা চালায়। তাঁকে প্রথমে পিছন থেকে ঠেলা মারা হয়। তারপর তিনি ঘুরে দাঁড়াতেই তাঁর ওপর চড়াও হয় সকলে। তাঁরে মারধর শুরু করা হয়। চলতে থাকে কিল, চড়, ঘুষি। মারধরে টাল সামলাতে না পেয়ে জয়প্রকাশবাবু রাস্তার ধারে চলে গেলে সেখানে তাঁকে সজোরে লাথি মারা হয়। লাথির ধাক্কায় তিনি রাস্তার পাশের ঝোপের মধ্যে পড়ে যান। পরে পুলিশ এসে তাঁকে উদ্ধার করে।
এই ঘটনায় বিজেপি ক্ষোভ উগরে দিয়েছে। জয়প্রকাশবাবু দাবি করেন এটা তৃণমূলের কাজ। বিজেপির দাবি, পুরো ঘটনা ক্যামেরাবন্দি রয়েছে। যারা মারধর করেছে তাদের সকলের মুখ ধরা পড়েছে। এই ঘটনার পর বিজেপির তরফে পুলিশে ৯ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। তাদের দাবি, যে লাথি মারে তার নাম তারিকুল শেখ। তারিকুল তৃণমূল কর্মী হিসাবে এলাকায় পরিচিত। বিজেপি এই বিষয়ে নির্বাচন কমিশনেও নালিশ জানিয়েছে।
নদিয়ার করিমপুরে উপনির্বাচনে বিজেপি প্রার্থী জয়প্রকাশ মজুমদার বিভিন্ন বুথে ঘুরছিলেন। বেলা ১২টা নাগাদ ঘিয়াঘাটের ইসলামপুর প্রাথমিক বিদ্যালয়ে হাজির হন তিনি। বুথ থেকে বার হওয়ার পর গাড়ির কাছে তিনি আক্রান্ত হন। এই ঘটনায় বিজেপি তৃণমূলের দিকেই নিশানা করেছে। যদিও স্থানীয় তৃণমূলের পাল্টা দাবি, গোটা ঘটনা বিজেপির সাজানো। এর সঙ্গে তৃণমূলের যোগ নেই।