নয়া নাগরিকত্ব আইনের প্রতিবাদে এ রাজ্যে সবচেয়ে বেশি বিক্ষোভ হয়েছে মুর্শিদাবাদে। স্টেশন ভাঙচুর, রাস্তা অবরোধ, ট্রেন অবরোধ চলেছে। সেই পরিস্থিতি এখন অনেকটা নিয়ন্ত্রণে। এদিন সেই মুর্শিদাবাদেই নবগ্রামে হাজির হন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়। সেখানে তাঁর গাড়ি পৌঁছতেই বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভকারীরা কালো পতাকা দেখাতে থাকেন। এদিন টোটোর পাশে কৈলাস যেতেই সেই গাড়িটি নিয়ে ধাক্কাধাক্কি শুরু হয়। দ্রুত বিজয়বর্গীয়কে ঘিরে নেন তাঁর সুরক্ষাকর্মীরা।
গো ব্যাক স্লোগান চলতে থাকে। বহু বিক্ষোভকারী রাস্তা জুড়ে দাঁড়িয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। কৈলাস বিজয়বর্গীয়কে অবশেষে অন্য রাস্তা ধরে গাড়ি নিয়ে জঙ্গিপুরের দিকে এগোতে হয়। কিন্তু নবগ্রামে একপ্রস্ত বিক্ষোভের মুখে পড়ার পর মোড়গ্রাম পৌঁছতে ফের বিক্ষোভের মুখে পড়েন তিনি। সেখানেও তাঁকে ঘিরে গো ব্যাক স্লোগান দেওয়া হতে থাকে। তাঁর গাড়ি ঘেরাও করা হয়। কালো পতাকা দেখানো চলে।
রাজভবনে এদিন রাজ্যপাল জগদীপ ধনকরের গলাতেও এই বিষয়টি উঠে আসে। এদিন কৈলাস বিজয়বর্গীয়র সঙ্গে যা হয়েছে তার কড়া নিন্দা করেন তিনি। এদিকে কৈলাস বিজয়বর্গীয় এদিন যেভাবে একের পর এক বিক্ষোভের মুখে পড়লেন তাতে ফের প্রশাসনিক ব্যর্থতার দিকেই আঙুল তুলছে বিজেপি। পরে কৈলাস বিজয়বর্গীয় নিজেও ক্ষোভ উগরে দেন।