২ বিজেপি সাংসদকে গ্রেফতার করল পুলিশ। গ্রেফতার হয়েছেন বিজেপির মালদহ উত্তরের সাংসদ খগেন মুর্মু ও কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিক। পুলিশের তৈরি করা প্রাচীর ভেঙে জোর করে এগোনোর চেষ্টা করলে তাঁদের গ্রেফতার করা হয়। গ্রেফতার করে ইংরেজবাজার থানা। তাঁদের থানায় বেশ কিছুক্ষণ রাখা হয়। পরে শর্তসাপেক্ষে জামিন পান তাঁরা। এই ঘটনার কড়া সমালোচনা করেছে রাজ্য বিজেপি।
নয়া নাগরিকত্ব আইনের প্রতিবাদে রাজ্যের বেশ কিছু জায়গায় রেল স্টেশন ভাঙচুর, রেল অবরোধ, রাস্তা অবরোধ, বাসে ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনা ঘটে। তেমনই ঘটনা ঘটে মালদহের ভালুকা স্টেশনেও। হিংসাত্মক আন্দোলনের শিকার সেই ভালুকা স্টেশন পরিদর্শনে যাচ্ছিলেন এই ২ সাংসদ। তাঁদের প্রয়োজনীয় ছাড়পত্র সঙ্গে ছিলনা। তা সত্ত্বেও ভালুকার দিকে এগোনোর চেষ্টা করলে তাঁদের পথ আটকায় পুলিশ।
পুলিশের সঙ্গে কিছুটা তর্ক বিতর্কের পর তাঁরা রাস্তায় বসে বিক্ষোভ দেখানোর চেষ্টা করেন। তখনই ২ জনকে গ্রেফতার করা হয়। নিশীথ প্রামাণিক পরে দাবি করেন রাজ্যে ঘটা অপ্রীতিকর ঘটনায় রাজ্য সরকারের মদত রয়েছে। এদিন মুর্শিদাবাদের জঙ্গিপুর যাওয়ার পথে নবগ্রাম ও মোড়গ্রামে প্রবল বিক্ষোভের মুখে পড়েন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়। তাঁকে কালো পতাকা দেখানো ও গো ব্যাক স্লোগান দেওয়া হয়।