এনআরসি, সিএএ এবং এনপিআর-এর বিরুদ্ধে সোচ্চার হয়ে বারবার পথে নামছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পদযাত্রা করছেন। শুক্রবার তিনি পদযাত্রা করেন শিলিগুড়িতে। আর সেই শিলিগুড়ির মঞ্চ থেকেই তিনি তাঁর পরবর্তী পদযাত্রার কথা ঘোষণা করেন। আগামী ৯ জানুয়ারি তিনি বারাসত থেকে মধ্যমগ্রাম পর্যন্ত পদযাত্রা করবেন। আর ২২ জানুয়ারি পদযাত্রা করবেন পাহাড়ে।
বারাসত মধ্যমগ্রামে তৃণমূলের শক্তি যথেষ্ট। ফলে সেখানে পদযাত্রা যে যথেষ্ট সফল হবে তা অনুমেয়। কিন্তু পাহাড়? পাহাড় কিন্তু বারবার তৃণমূলকে প্রত্যাখ্যান করেছে। লোকসভা নির্বাচনে দার্জিলিং আসন জেতা তৃণমূলের স্বপ্নে পরিণত করে দিয়েছেন পাহাড়ের মানুষজন। বিশেষত সেখানকার সিংহভাগ গোর্খা বাসিন্দা। তারপরেও সেখানে সাফল্য পাবেন মমতা মিছিল করে? প্রশ্ন উঠছে।
সাহস হয়তো শুক্রবারের শিলিগুড়ির পদযাত্রাই দিয়েছে। কারণ উত্তরবঙ্গ লোকসভা নির্বাচনে তৃণমূলের থেকে মুখ ফেরালেও এদিন ভিড় ছিল চমকে দেওয়ার মত। হাজার হাজার মানুষ এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে মিছিলে পা মেলান। তাই রাজনৈতিক মহলের ধারণা তৃণমূল এনআরসি, সিএএ বিরোধিতার মধ্যে দিয়ে পাহাড়ের হারানো জমি ফেরত পাওয়ার লড়াই চালাবে। মুখ্যমন্ত্রী ২২ জানুয়ারি পাহাড়ে মিছিল করতে গিয়ে কতটা সাফল্য পান তার ওপর নির্ভর করবে অনেক অঙ্ক বলে মনে করছেন তাঁরা।