মালদহে ব্যবসায়ী দম্পতি ও তাঁদের গৃহ সহকারীকে কুপিয়ে খুন করল দুষ্কৃতীরা। শুক্রবার সকালে ৩ জনের ক্ষতবিক্ষত দেহ বাড়ির ভেতর থেকে উদ্ধার হয়। ঘরের আলমারি ভাঙা অবস্থায় পড়েছিল। লণ্ডভণ্ড ছিল কাপড়-জামা। লুঠ হয়েছে নগদ টাকা, সোনার গয়না এবং অনেক মূল্যবান সামগ্রি।
পুলিশ সূত্রের খবর, মালদহের ইংরেজ বাজারের বিবেকানন্দ পল্লী যথেষ্ট ঘিঞ্জি এলাকা। এখানেই দীর্ঘদিনের বাসিন্দা রামরতন আগরওয়াল। গত বৃহস্পতিবার তিনি পিরোজপুরে তাঁর এক বন্ধুর বাড়ি সস্ত্রীক গিয়েছিলেন। সেখান থেকে রাত ১১টা নাগাদ ফেরেন। প্রতিবেশিদের দাবি, তারপর সারারাত তাঁদের বাড়ি থেকে টুঁ শব্দটি পাওয়া যায়নি। সকালে ৩ জনের রক্তাক্ত দেহ উদ্ধার হয়। বাড়ির সিসিটিভি ভাঙা অবস্থায় পাওয়া গেছে। টেবিলে রাতের খাবার যেমন কে তেমন সাজানো ছিল।
এসব থেকে পুলিশের প্রাথমিক অনুমান, রীতিমত পরিকল্পনা করে ৩ জনকে খুন করা হয়েছে। সম্ভবত আগরওয়াল পরিবার বাড়ি থেকে বার হওয়ার পরই কোনওভাবে বাড়িতে ঢোকে দুষ্কৃতীরা। অপেক্ষায় ছিল তারা। তারপর সকলে বাড়িতে ফিরতে ধারালো অস্ত্র দিয়ে খুন করে তাঁদের। এমনভাবে খুন করা হয় যাতে তাঁরা চেঁচানোর সময়টুকুও না পান। তাই সাধারণভাবে বাড়িতে ডাকাত পড়লে বাড়ির সদস্যদের আর্তনাদ শোনা গেলেও এদিন তা শোনা যায়নি। এদিকে এমন এক ঘটনায় এলাকার মানুষ ক্ষুব্ধ। এই ঘটনার প্রতিবাদে আগামী শনিবার মালদহে বন্ধের ডাক দিয়েছে জেলার বণিকসভা। ঘটনার তদন্তে মালদহে যাবে সিআইডির একটি দল। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছেন ফরেনসিক বিশেষজ্ঞরা।