উত্তর ২৪ পরগনার কামারহাটিতে এদিন বিকেল থেকে পরপর বোমাবাজির ঘটনা ঘটে। অভিযোগ বেশ কয়েকজন যুবক এসে বোমা মারতে থাকে। বাড়িতে বোমা মারা হয়। গ্রাহাম রোড ও ম্যাকেঞ্জি রোডে রীতিমত তাণ্ডব চলে। ২ দুষ্কৃতি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের জেরেই এই পরিস্থিতি সৃষ্টি হয় বলে দাবি করেছেন স্থানীয়রা। পরিস্থিতি এতটাই ভয়ংকর হয়ে ওঠে যে পুলিশকে অবস্থা আয়ত্তে আনতে হিমসিম খেতে হয়। এক পুলিশকর্মীও আহত হয়েছেন।
গোটা এলাকা জুড়ে অগ্নি সংযোগের ঘটনাও ঘটে। দোকানে, বাইকে আগুন লাগানো হয়। এলাকার সব দোকানপাট আতঙ্কে বন্ধ হয়ে যায়। মানুষজন বাড়ির মধ্যে আশ্রয় নেন। নামে ব়্যাফ, কমব্যাট ফোর্স। পরে বিশাল পুলিশবাহিনীও হাজির হয়। এলাকার বিভিন্ন গলিঘুঁজি পর্যন্ত তল্লাশি করে দেখে পুলিশ। এলাকার মানুষের মধ্যে এই ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভ তৈরি হয়েছে।
জানা গেছে, আদালতে হাজিরাকে কেন্দ্র করে গণ্ডগোলের সূত্রপাত। যা এই পর্যায়ে পৌঁছয় বিকেলে। স্থানীয়দের দাবি, কামারহাটিতে এমন ভয়ংকর আতঙ্কের পরিস্থিতি, এত বোমাবাজি তাঁরা আগে কখনও দেখেননি। এলাকা সন্ধের পরও ছিল থমথমে। পুলিশ এলাকার দখল নেওয়ায় অনেক স্থানীয় মানুষ ঘর থেকে বার হওয়ার সাহস পান। তবে এলাকা থমথম করেছে সন্ধের পরও। পুলিশ মোতায়েন হয়েছে এলাকায়।