নজরে পড়ে স্থানীয় মানুষজনের। ২টি সদ্যোজাত শিশু পড়ে আছে। পাশ দিয়ে বয়ে গেছে গঙ্গা। তার পাশেই ইটভাটা। সেই ইটভাটারই এক কোণে পড়েছিল ২টি দুধের শিশু। অচেতন অবস্থায় তাদের উদ্ধার করেন স্থানীয়রাই। তারপর পুলিশে খবর দেন তাঁরা। পুলিশ এসে ওই ২ শিশুকে দ্রুত হাসপাতালে নিয়ে যায়।
এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয় শিশু ২টিকে। সেখানে তাদের পরীক্ষা করার পর চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। শিশু ২টির দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। শিশু ২টিকে কে বা কারা এভাবে ফেলে গেল তা এখনও জানা যায়নি। কেউ যে এমন দুধের শিশুকে এভাবে ফেলে যেতে পারে তাও দেখে অবাক হচ্ছেন মানুষজন।
শিশু ২টিকে কী মারার পর ফেলে যাওয়া হয়? নাকি ফেলে যাওরা পর তাদের মৃত্যু হয়? এসব এখন পুলিশের তদন্ত সাপেক্ষ। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার নাদিয়ালে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়দের দাবি এই শিশু ২টি স্থানীয় কারও নয়। ২টি শিশুর মধ্যে একটি পুত্র সন্তান ও অন্যটি কন্যা সন্তান।