দোলের দিন সকাল থেকে চুটিয়ে রং খেলার পর দুপুরে স্নান করতে কাছের একটি পুকুরে নেমেছিল ৪ জন। এদের মধ্যে ২ কিশোর ও ২ কিশোরী। কারও বয়স ১১ তো কারও ১৩, তো কারও ১৪। এরা পুকুরে নামে। তাদের অন্য বন্ধুরা তখন পুকুরের ধারেই অপেক্ষা করছিল। ৪ জন পুকুরে নামার পর কিছুক্ষণের মধ্যেই জলে হারিয়ে যায়। কিছু একটা এদিক ওদিক হয়েছে বুঝে পাড়ে দাঁড়ানো বন্ধুরা দ্রুত ছোটে বাড়িতে।
এরপরই পরিবার সহ স্থানীয়রা ছুটে আসেন। পুকুরে নেমে তল্লাশি শুরু হয়। একে একে তুলে আনা হয় ৪ জনকে। ৪ জনকেই দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। প্রাথমিক অনুমান, পুকুরে নেমে গভীর জলে চলে যায় তারা। ফলে ডুবে যায়। এরা যে কেউই সাঁতার জানত না তাও নিশ্চিত করেছেন এদের পরিবারের লোকজন।
দোলের দুপুরে ঘটনাটি ঘটেছে নদিয়ায়। সকাল থেকে দোলের আনন্দে মাতোয়ারা ছিল গোটা গ্রাম। আর দুপুরেই এলাকা জুড়ে নামে শোকের স্তব্ধতা। মৃত কিশোর কিশোরীদের পরিবারে ওঠে কান্নার রোল। এমন ঘটনায় গোটা গ্রাম শোকাচ্ছন্ন। দোলের আনন্দ ফিকে করে ৪ জনের এমন মৃত্যুকে অনেকেরই মেনে নিতে পারছেন না। ঘটনার তদন্ত শুরু হয়েছে।