
পাশে একটা পুকুর ছিলই। তারই পাশে আরও একটি কুয়ো তৈরির পরিকল্পনা করেছিলেন ওই জমির মালিক। সেইমত কুয়ো খোঁড়া শুরু হয়েছিল। শনিবার সকালেও কুয়োর খনন চলছিল। ৯ ফুট গভীর করে কাটাও হয়েছিল। আরও গভীর করতে কুয়োর মাটি কাটার কাজ চলছিল। সেই সময়ই পাশের যে কুয়োটি ছিল সেই কুয়ো থেকে জল এই নতুন তৈরি করতে শুরু করা কুয়োয় চলে আসে। আর খুব দ্রুত জল ভরে যায়।
কুয়ো খুঁড়তে নেমে আচমকা এমন জলের তোড়ে নিচেই আটকে যান জাকির শেখ নামে এক ব্যক্তি। তাঁকে এভাবে কুয়োয় আটকে পড়তে দেখে জলে লাফ দেন জমির মালিক ফকির শেখ ও লিয়াকত শেখ নামে এক বয়স্ক মানুষ। কিন্তু বাঁচানো দূরে থাক তাঁরাও জলের তলায় আটকে যান। যেখান থেকে কেউ আর বেরিয়ে আসতে পারেননি।
এই ঘটনার খবর জানাজানি হতেই পুলিশ হাজির হয়। পরে ৩ জনেরই নিথর দেহ জল থেকে তুলে আনা হয়। ৩ জনের দেহই ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের মন্তেশ্বরের ধেনুয়া গ্রামে। ঘটনাটিকে কেন্দ্র করে গ্রাম জুড়ে চাঞ্চল্য ছড়ায়। বহু মানুষ নতুন খোঁড়া মারণ কুয়োর সামনে ভিড় জমান।