এক পরিবারের ৫ জনের দেহে মিলল করোনা। তাঁরা তেহট্টের বাসিন্দা। তাঁদের কলকাতায় আনা হচ্ছে। ওই পরিবারের ৯ মাসের শিশুর দেহেও করোনা পজিটিভ হিসাবে পাওয়া গিয়েছে। জানা যাচ্ছে, দিল্লিতে একটি পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিল ওই পরিবার। সেখানেই এক ব্রিটেন ফেরত যুবকও ছিলেন। ওই যুবক পরে করোনা পজিটিভ হিসাবে ধরা পড়েন।
ওই যুবক করোনার শিকার হিসাবে ধরা পড়লেও ওই পরিবার নাকি কোয়ারেন্টিনে রাজি ছিলনা। তারা বাড়ি ফিরলেও তাদের এক সদস্যের শরীরে করোনার ইঙ্গিত স্পষ্ট হয়। চিকিৎসক পরীক্ষা করলে তাঁর দেহে করোনা পাওয়া যায়। পরে দেখা যায় তাঁদের পরিবারের প্রত্যেকেই করোনার শিকার হয়েছেন। রেহাই পায়নি তাঁদের পরিবারের ৯ মাসের সন্তানও। এছাড়া তাঁদের সংস্পর্শে আসা ২০ জনকে আনা হচ্ছে কলকাতায়।
এখনও পর্যন্ত ধীর গতিতে বাড়ছিল করোনা সংক্রমিতের সংখ্যা। কিন্তু এদিন ৫ জন একসঙ্গে ধরা পড়ার পর করোনার শিকার এখন লাফ দিয়ে ১৫ জনে পৌঁছে গেল। মৃত্যু হয়েছে এখনও পর্যন্ত ১ জনের। এক পরিবারের ৫ জনের এভাবে করোনার শিকার হওয়া নিয়ে উদ্বিগ্ন গোটা রাজ্য। প্রত্যেককে বেলেঘাটা আইডিতে ভর্তি রাখা হচ্ছে।