গত শনিবারও ৩ জন করোনা সংক্রমিতের খোঁজ মিলেছিল রাজ্যে। রবিবারও তাই হল। ৩ জন করোনার শিকারের খোঁজ মিলল। এক ৫৬ বছরের প্রৌঢ়ের দেহে করোনা মিলেছে। তিনি অবশ্য আগেই হাসপাতালে ভর্তি ছিলেন। জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। শেওড়াফুলির বাসিন্দা ওই প্রৌঢ়ের গত ১৬ মার্চই জ্বর আসে। তা কদিন পর সেরেও যায়। ফের জ্বর আসে। ওই প্রৌঢ়ের শারীরিক বেশ কিছু সমস্যাও রয়েছে।
ওই প্রৌঢ় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর কোনও বিদেশ ভ্রমণের রেকর্ড নেই বলেই জানা গিয়েছে। তবে তা খতিয়ে দেখা হচ্ছে। এদিকে ওই প্রৌঢ়ের পরিবারের অন্য সদস্যদের কোয়ারেন্টিনে রাখা হয়েছে। তাঁদের দিকেও নজর রাখা হচ্ছে। এদিকে এই প্রৌঢ় ছাড়াও রাজ্যে আরও ২ জন নতুন করে করোনায় সংক্রমিত বলে খবর পাওয়া গিয়েছে।
গোটা দেশেও পাল্লা দিয়ে বাড়ছে করোনা সংক্রমিতের সংখ্যা। রবিবার রাতে কেরালা ২০০ পার করে। ফলে কেরালাই হল দেশের প্রথম রাজ্য যেখানে করোনা সংক্রমিতের সংখ্যা ২০০ ছাড়াল। পিছনেই অবশ্য রয়েছে মহারাষ্ট্রও। এছাড়াও বিভিন্ন জায়গা থেকে রবিবার করোনা সংক্রমিতের খবর মিলেছে। ভারত এদিন ১ হাজারের গণ্ডিও পার করে।
বর্তমানে দেশে করোনায় কাবু ১ হাজার ২৭ জন। এই প্রথম ৪ অঙ্কে ঢুকল ভারতের করোনা সংক্রমিতের সংখ্যা। মৃত্যু হয়েছে এখনও পর্যন্ত ২৭ জনের। রবিবার ৭ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়ে বাড়ি গেছেন এখনও পর্যন্ত ৯৫ জন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা