রাজ্যে করোনায় মৃত্যু হল আরও ১ জনের। মৃত্যু হল উত্তরবঙ্গের মহিলার। ৪৪ বছরের ওই মহিলা হাসপাতালে ভর্তি ছিলেন প্রবল শ্বাসকষ্ট নিয়ে। জ্বর শ্বাসকষ্ট নিয়ে ভর্তি ওই মহিলার হাসপাতালেই মধ্যরাতে মৃত্যু হয়। মধ্যবয়সী মহিলার মৃত্যু বড় একটা দেখা যাচ্ছেনা। করোনায় মৃত্যু হচ্ছে সাধারণত বয়স্ক মানুষদের। যাঁদের শারীরিক সমস্যাও রয়েছে। কালিম্পংয়ের মহিলার এই মৃত্যু নিয়ে রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে হল ২।
কালিম্পংয়ের ওই মহিলার বিদেশ ভ্রমণের ইতিহাস রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। মনে করা হচ্ছে তিনি বিদেশে গিয়েছিলেন। কিন্তু সেকথা লুকিয়ে গিয়েছিলেন। এদিকে রাজ্যে করোনায় সংক্রমিতের সংখ্যা আরও বেড়েছে। আরও ১ বৃদ্ধের দেহে করোনার খোঁজ মিলেছে। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফলে রাজ্যে করোনায় সংক্রমিতের সংখ্যা ২২-এ ঠেকল।
দেশ জুড়েও করোনা সংক্রমিতের সংখ্যা বেড়েই চলেছে। রবিবার রাতেই ৪ অঙ্কে পৌঁছে গিয়েছিল করোনা সংক্রমিতের সংখ্যা। সবচেয়ে বেশি সংখ্যক করোনা সংক্রমিতের খোঁজ রয়েছে কেরালা ও মহারাষ্ট্রে। বিশ্বজুড়েও হুহু করে বাড়ছে করোনায় মৃতের সংখ্যা। আক্রান্তের সংখ্যাও বেড়ে চলেছে। অধিকাংশ দেশই এখন লকডাউন করে করোনা চেন ভাঙার চেষ্টা চালিয়ে যাচ্ছে।