পরিযায়ী শ্রমিকদের জন্য কোয়ারেন্টিন সেন্টার, রাস্তায় নেমে বিক্ষোভ
পরিযায়ী শ্রমিকদের জন্য বিভিন্ন লোকালয়ে কেন কোয়ারেন্টিন সেন্টার করা হচ্ছে? এই প্রশ্ন তুলে অনেক জায়গায় রাস্তায় নামলেন স্থানীয়রা।
কলকাতা : পরিযায়ী শ্রমিকরা এখন দলে দলে রাজ্যে প্রবেশ করছেন। ফিরছেন নিজের নিজের জেলায়। তাঁরা করোনা বাহক কিনা তা বুঝতে নিয়ম মেনে তাঁদের ১৪ দিনের কোয়ারেন্টিন দরকার। এজন্য বিভিন্ন এলাকার স্কুল, কলেজগুলিকে অস্থায়ী কোয়ারেন্টিন সেন্টার হিসাবে গড়ে তুলছে সরকার। আর তাতেই আপত্তি বেশ কিছু জায়গার মানুষের। তাঁদের বক্তব্য, ঘনবসতি পূর্ণ এলাকায় এমন সেন্টার তৈরি হলে করোনা ছড়ানোর ভয়টা থেকে যাচ্ছে।
বরানগরের স্কুল হোক বা নিউ ব্যারাকপুরের কলেজ। এমন বেশ কিছু জায়গায় কোয়ারেন্টিন সেন্টার করার উদ্যোগ নেওয়া হতেই রাস্তায় নেমেছেন স্থানীয় মানুষ। প্রবল বিক্ষোভে শনিবার সকালে অনেক জায়গায় উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। স্থানীয়রা সাফ জানিয়ে দেন এভাবে তাঁদের এলাকায় কোয়ারেন্টিন সেন্টার হলে সেখান থেকে করোনা ছড়ানোর ভয় থেকে যাচ্ছে। তাই তাঁরা এমন কোয়ারেন্টিন সেন্টার করতে দেবেন না।
নিউ ব্যারাকপুরের প্রফুল্ল চন্দ্র কলেজে কোয়ারেন্টিন সেন্টার তৈরিকে কেন্দ্র করে এদিন স্থানীয় মানুষের ক্ষোভ সামলাতে পুলিশ আসে। পুলিশ আসে বারাসতে কংগ্রেসের নেতৃত্বে বিক্ষোভেও। ক্ষোভে ফেটে পড়েন বরানগরের নেতাজি কলোনির বাসিন্দারা। এছাড়া সিউড়িতেও প্রবল বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। সকলের একটাই বক্তব্য। ঘনবসতি পূর্ণ এলাকায় কোয়ারেন্টিন সেন্টার তাঁরা তৈরি করতে দেবেন না।