বাঘ বেরিয়ে পড়তে পারে, বেড়া দেওয়া শুরু
আম্ফানের তাণ্ডবে নষ্ট হয়েছে বেড়া। তাই নতুন করে বেড়া দেওয়ার কাজ শুরু করল রাজ্যসরকার।
কলকাতা : আম্ফানের জেরে সুন্দরবনের ক্ষয়ক্ষতি প্রশ্নাতীত। এখনও ছবিটা পরিস্কার নয় যে ক্ষতির পরিমাণ ঠিক কতটা। এদিকে সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার এ রাজ্যের গর্ব। স্থানীয় মানুষের কাছে আতঙ্কেরও বটে। জঙ্গল থেকে বার হয়ে একবার লোকালয়ে ঢুকতে পারলে বাঘের হানায় মানুষের মৃত্যুর সম্ভাবনা প্রবল। সেকথা মাথায় রেখে স্থানীয় লোকালয়গুলিকে সুরক্ষিত করতে শুরু হল বেড়া দেওয়ার কাজ।
বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় নিজে দাঁড়িয়ে থেকে বাঁশ ও জাল দিয়ে সুন্দরবনের জঙ্গলের কোর এলাকা ঘেরার কাজ শুরু করলেন। দ্রুত বেড়া দেওয়ার কাজ চলছে। যাতে বাঘ কোনওভাবে জঙ্গল ছেড়ে লোকালয়ে প্রবেশ করতে না পারে। বেড়াতেই আটকে যায়। আম্ফান বিধ্বস্ত সুন্দরবনে প্রচুর গাছ লাগানোর প্রকল্পও স্থির করেছে রাজ্য।
আম্ফানের ক্ষয়ক্ষতির পরিমাণ স্বচক্ষে ঘুরে দেখতে কেন্দ্রীয় প্রতিনিধি দলও তাদের কাজ শুরু করেছে। পাথরপ্রতিমা, গোসাবা, সন্দেশখালি ও হিঙ্গলগঞ্জ ঘুরে দেখেন দলের সদস্যরা। ৭ সদস্যের প্রতিনিধি দল এসেছে রাজ্যে। এই দল গঠন করে দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। তারা ঘুরে গিয়ে একটি রিপোর্ট দেবে।