State

প্রবল বৃষ্টিতে দার্জিলিংয়ে ভেঙে পড়ল বাড়ি, মৃত ৪

দার্জিলিংয়ে প্রবল বৃষ্টির জেরে ধস নামছে বিভিন্ন এলাকায়। শুক্রবার রাত ১০টা নাগাদ প্রবল বৃষ্টিতে আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে চারতলা বাড়িটি। রাতেই শুরু হয় উদ্ধারকাজ। সরু রাস্তা ও প্রবল প্রাকৃতিক দুর্যোগে উদ্ধারকাজে কিছুটা সমস্যা হয়। উদ্ধারকাজে হাত লাগায় সেনা। ৪টি মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। ধ্বংসস্তূপের তলা থেকে ৯ জনকে উদ্ধার করা হয়। স্থানীয়দের দাবি এখনও ২ জন স্তূপের তলায় আটকে আছেন। মুখ্যমন্ত্রীর নির্দেশে ঘটনাস্থলে পৌঁছন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। এই ঘটনায় মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা, আহতদের ১ লক্ষ টাকা ও মৃতদেহ সৎকারে পরিবারপিছু ১০ হাজার টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে ক্ষতিপূরণ ঘোষণা করেছে গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন বা জিটিএ। মৃতদের পরিবারপিছু ২ লক্ষ টাকা ও আহতদের ৫০ হাজার টাকা করে দেওয়া হবে বলে জানিয়েছে তারা। মর্মান্তিক এই ঘটনায় এলাকায় শোকের ছায়া। ফের ধসের আতঙ্কে সিঁটিয়ে আছেন স্থানীয় বাসিন্দারা।



Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button