বিধায়ক মৃত্যুতে সুইসাইড নোটে নাম, গ্রেফতার ১
হেমতাবাদের বিজেপি বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের জামার পকেটে যে সুইসাইড নোটটি পাওয়া যায় তাতে ২টি নাম ছিল। পুলিশ সেটি হাতে পাওয়ার পর ওই ২ জনের খোঁজ শুরু করে।
কলকাতা : ঝুলন্ত অবস্থায় উদ্ধার হেমতাবাদের বিজেপি বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের জামার পকেটে যে সুইসাইড নোটটি পাওয়া যায় তাতে ২টি নাম ছিল। পুলিশ সেটি হাতে পাওয়ার পর ওই ২ জনের খোঁজ শুরু করে। এদের মধ্যে ১ জনকে গ্রেফতার করে অপর জনের বাড়িতে গেলেও তার আগেই সে চম্পট দেয়। ফলে তার নাগাল পায়নি পুলিশ। তাকে ধরার জন্য চেষ্টা চালাচ্ছে তারা।
একজন এখনও পলাতক হলেও দ্বিতীয় জনকে ধরতে পেরেছে সিআইডি। তাকে এদিন মালদার ইংরেজবাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়। নিলয় সিংহ নামে ওই ব্যক্তিকে ইংরেজবাজার থেকে গ্রেফতার করে নিয়ে আসা হয় রায়গঞ্জে। সড়কপথেই তাকে রায়গঞ্জ নিয়ে আসে পুলিশ।
গত সোমবার বিজেপি নেতৃত্ব কলকাতার রাস্তায় মৌন মিছিল করে দলীয় বিধায়কের মৃত্যুর প্রতিবাদ জানায়। মঙ্গলবার দেবেন্দ্রনাথ রায়ের মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন করল বিজেপির যুব ও মহিলা মোর্চা। ময়দানে গান্ধী মূর্তির পাদদেশে বিক্ষোভ প্রদর্শন করে তারা। বিক্ষোভে অংশ নেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল। অংশ নেন বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায়।