ধর্মেন্দ্রকে গুলি, বিজেপি সাংসদের দিকে আঙুল
ধর্মেন্দ্রকে গুলি করাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা তুঙ্গে।
কলকাতা : ২ জন বাইকে করে হাজির হয়। তারপর খুব কাছ থেকে গুলি করে তৃণমূল নেতা ধর্মেন্দ্র সিংকে। একটি গুলি লক্ষ্যভ্রষ্ট হয়। দ্বিতীয় গুলিটি গিয়ে লাগে ধর্মেন্দ্রর ঘাড়ে। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তিনি। সেখান থেকে তাঁকে প্রথমে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তারপর আশঙ্কাজনক অবস্থায় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এই ঘটনার পরই তৃণমূল-বিজেপি তরজা তুঙ্গে উঠেছে। তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক দাবি করেন, গুলি করা হয়েছে বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের নির্দেশে। অর্জুন সিংয়ের বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করা হয়েছে। পাল্টা অর্জুন সিং দাবি করেছেন, তিনি ধর্মেন্দ্র সিং বলে কাউকে চেনেন না। এটা তৃণমূলের নিজেদের মধ্যে অর্থের ভাগাভাগি নিয়ে লড়াই। এর সঙ্গে বিজেপির কোনও যোগ নেই।
জানা যাচ্ছে ধর্মেন্দ্র সিং বিজেপি নেতাই ছিলেন। হালে তিনি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন। তারপরই তাঁর ওপর এই হামলার ঘটনা ঘটল। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। দীর্ঘদিন শান্ত থাকার পর ফের উত্তপ্ত হল কাঁকিনাড়া।